বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাহমুদা-হাসিব আলী শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২ ২৩ ১১ ০২  

মাহমুদা-হাসিব-আলী শ্রেষ্ঠ-শিক্ষক-নির্বাচিত

মাহমুদা-হাসিব-আলী শ্রেষ্ঠ-শিক্ষক-নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জেলা পর্যায়ে মাহমুদা আখতার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন। তিনি পৌর শহরের খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

অপরদিকে মো. হাসিব আলী রাশেদ শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। তিনি উপজেলার মোগড়া ইউপির নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে। 

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখায় জেলা বাছাই কমিটি ওই দুজনকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেন। 

মাহমুদা আখতার দুর্গাপুর এলাকার বাসিন্দা গোপিনাথপুর আলহাজ্ব শাহআলম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাফিজুর রহমানের স্ত্রী। এর আগে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হন। 

অন্যদিকে শিক্ষক মো. হাসিব আলী রাশেদ পৌর শহরের দেবগ্রামের বাসিন্দা শিক্ষক ফজলে আলী মাস্টারের ছেলে। এর আগে তিনিও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। 

শ্রেষ্ঠ শিক্ষক মাহমুদা আখতার বলেন, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সব সময় বিদ্যালয়ের ভালো করার চেষ্টা করেছি। আমাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার এ অর্জন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকসহ উপজেলা বাসীর জন্য উৎসর্গ করলাম।  

Provaati
    দৈনিক প্রভাতী